ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবি ও ইউনিসেফ বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মে ২৪, ২০১৭
পবিপ্রবি ও ইউনিসেফ বাংলাদেশ এর মধ্যে সমঝোতা স্মারক

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এবং ইউনিসেফ বাংলাদেশ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

বুধবার (২৪ মে) বেলা সাড়ে ১১টায় ভাইস-চ্যান্সেলর সচিবালয়ের কনফারেন্স কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেডবেদার, বরিশাল বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ।  

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক লিটন চন্দ্র সেন, সুজন কান্তি মালী, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী শারমিন দিনা, ঝন্টু বাগচি প্রমুখ।  

পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ এবং ইউনিসেফ বাংলাদেশের পক্ষে বাংলাদেশের প্রতিনিধি অ্যাডওয়ার্ড বেডবেদার।  

এ সমঝোতা চুক্তি স্বাক্ষরের ফলে বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থীরা ইন্টার্ন হিসেবে সরাসরি মাঠে কাজ করার সুযোগ পাবেন।  

চুক্তির মেয়াদ হবে আগামী ৩১ ডিসেম্বর ২০২০ সাল পর্যন্ত।

বাংলা‌দেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মে ২৪ ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।