ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, মে ২৪, ২০১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৪ মে) বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষায় উত্তীর্ণের হার ৯২ দশমিক ৯৮ শতাংশ জানানো হয়।

এসএমএস এবং অনলাইনে পরীক্ষার ফল পাওয়া যাবে।

যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nuh1 Registration Noলিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল পাওয়া যাবে।
 
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে জানা যাবে।

২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের এ পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ৬৮৭টি কলেজের ২৩৬টি কেন্দ্রের মাধ্যমে মোট দুই লাখ ৪৭ হাজার ৮৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে দুই লাখ ৩০ হাজার ৪৫০ জন দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।