ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
জাবিতে বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের নতুন কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে মেহবুব রহমান শাওন সভাপতি ও প্রান্ত বণিক সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য দায়িত্বে রয়েছেন- সহ-সভাপতি (প্রশাসন) সায়েম রানা, সহ-সভাপতি (বিতর্ক) সুরঞ্জন চন্দ্র রায়, যুগ্ম-সম্পাদক (বাংলা) মিখা পিরেগু, যুগ্ম-সম্পাদক (ইংরেজি) শুকরানুল হক মাহির, যুগ্ম-সম্পাদক (যোগাযোগ) ফাইয়াদ আসির প্রথম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান রিজভী, অফিস সম্পাদক আরাফাত রহমান বর্ণ, অর্থ সম্পাদক হৃদয় দাস, অনুষ্ঠান সম্পাদক সবুজ রায়, প্রেস ও মিডিয়া সম্পাদক রায়হানুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইমতিয়াজ আহমেদ রিদম, সাংস্কৃতিক সম্পাদক মো. মাহির।

কার্যকরী সদস্যরা হলেন- আরাফাত রহমান, নিশাত ইমতিয়াজ ও তৌহিদুর রহমান সোহাগ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ১৮, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।