ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

আইইউটি’র স্নাতক ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৮ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আইইউটি’র স্নাতক ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বের

গাজীপুর: গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০১৭-২০১৮ শিক্ষা বর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামী ১৭ নভেম্বের অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ মে) রাতে আইইউটি এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির নিজস্ব ক্যাম্পাসে ওই দিন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ব্যাচেলর অব সায়েন্স ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন টেকনোলজি ম্যানেজমেন্ট নামে দুটি নতুন প্রোগ্রাম চালু হবে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরএস/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।