ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

নলডাঙ্গায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও মা সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মে ১৭, ২০১৭
নলডাঙ্গায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও মা সমাবেশ নলডাঙ্গায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও মা সমাবেশ-ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মে) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে সংবর্ধনা ও মা সমাবেশের আয়োজন করা হয়।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।


 
এসময় আরও বক্তব্য রাখেন- নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রেজা হাসান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, নলডাঙ্গা পৌর মেয়র শফির উদ্দিন মণ্ডল, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মণ্ডল, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ, পিপরুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কলিমুদ্দিন, খাজুরা ইউপির চেয়ারম্যান খলিলুর রহমান ও মাদ্রাসার সুপার তরিকুল ইসলাম প্রমুখ।
 
এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, কমিউনিটি ক্লিনিকের কর্মী, খোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, মাসহ প্রায় দেড় হাজার মানুষ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।