ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি সিনেট নির্বাচনে স্বতন্ত্র প্যানেল প্রার্থিতা বাতিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, মে ১৬, ২০১৭
ঢাবি সিনেট নির্বাচনে স্বতন্ত্র প্যানেল প্রার্থিতা বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়: নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করায় স্বতন্ত্র প্যানেলের ৩৫ জনের প্রার্থিতা বাতিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সিনেট নির্বাচনে ৬৯ প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে।

৬৯ জনের মধ্যে নীল দলের আহ্বায়ক কমিটির ৩৪ জন প্রার্থী ও সাদা দলের ৩৫ জন প্রার্থী রয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কামাল উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বাংলানিউজকে বলেন, ১৯৭৩ অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করায় স্বতন্ত্র প্যানেলের প্রার্থিতা বাতিল করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আদর্শিক-গণতান্ত্রিক চর্চা করবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ১৬, ২০১৭
এসকেবি/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।