ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে পাসের হার ৮১ শতাংশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, মে ১৪, ২০১৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে পাসের হার ৮১ শতাংশ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সাতটি কলেজ বাদে) ২০১৫ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
 
 

রোববার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক লাখ ১৯ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯৮ হাজার ১২৪ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৮১ দশমিক ০৮ শতাংশ।


 
লিখিত পরীক্ষা চলতি বছরের ১১ ফেব্রুয়ারি শেষ হওয়ার তিন মাস পর ফল প্রকাশ করা হয়েছে।
 
প্রকাশিত ফল এসএমএসের মাধ্যমে পেতে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nuh4 Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং  ww.nubd.info থেকে ফল জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ১৪, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।