ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শরীয়তপুরের মজিদ জরিনা স্কুলের পাসের হার ৯৬ ভাগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মে ৯, ২০১৭
শরীয়তপুরের মজিদ জরিনা স্কুলের পাসের হার ৯৬ ভাগ শরীয়তপুরের মজিদ জরিনা স্কুলের পাসের হার ৯৬ ভাগ

ঢাকা: প্রথমবারের মতো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়ে শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের ৯৬ ভাগ শিক্ষার্থী পাস করেছে।

স্কুলটির সব বিভাগের মোট পরীক্ষার্থী ছিল ৭৫ জন। পরীক্ষায় পাস করেছে ৭২ জন।

এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭ জন।

মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটি কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।  

তিনি শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ফলাফল ভালো হয়েছে। ভবিষ্যতে ফলাফল আরও ভাল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নরকলিকাতা গ্রামে অবস্থিত মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ মজিদ জরিনা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান। ২০১০ সালে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনটি সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন এবং শিক্ষা বিস্তারে কাজ করে আসছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।