ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ববিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মে ৮, ২০১৭
ববিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন ববিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (৮ মে) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে কীর্তনখোলা হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলা বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।

বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান।

অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় রবীন্দ্র সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা ও নাটক মঞ্চায়ন করা হয়।

এছাড়া বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে রবীন্দ্র সাহিত্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় বিকেল পৌনে ৪টায় এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।

এ সময় সংগঠনের চিফ মডারেটর ইংরেজি বিভাগের চেয়ারম্যান তানভীর কায়ছারের সভাপতিত্বে উপাচার্য ও ট্রেজারারসহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধানরা, ছাত্র উপদেষ্টারা, শিক্ষকমণ্ডলী, পরিচালকরা, ডিবেটিং সোসাইটির নেতা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মে ০৮, ২০১৭
এমএস/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।