ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহ কমার্স কলেজের দশ বছর পূর্তি উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ৫, ২০১৭
ময়মনসিংহ কমার্স কলেজের দশ বছর পূর্তি উৎসব ময়মনসিংহ কমার্স কলেজের শিক্ষাথীরা/ছবি-অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহ কমার্স কলেজের দশ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৫ মে) অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে বক্তব্য দেন কলেজের চেয়ারম্যান আবু সায়েম, অধ্যক্ষ এখলাস উদ্দিন, আশফাক উদ্দিন প্রমুখ।

প্রতিষ্ঠানটির পাঁচটি ব্যাচের শিক্ষাথীরা দিনভর নানা আয়োজন ছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তিতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এমএএএম/ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।