ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

মোমেনা আলী বিজ্ঞান স্কুল সিরাজগঞ্জের শীর্ষে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, মে ৪, ২০১৭
মোমেনা আলী বিজ্ঞান স্কুল সিরাজগঞ্জের শীর্ষে

সিরাজগঞ্জ: এবারের এসএসসি পরীক্ষায় উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল সিরাজগঞ্জ জেলায় শীর্ষস্থান অর্জন করেছে।

এ প্রতিষ্ঠান থেকে এ বছর ২৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাস করেছে। এদের মধ্যে ১৭৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া একই উপজেলার হামিদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩০ জন, আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন ও খন্দকার আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে বলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।