ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জবি আইটি সোসাইটির সনদপত্র বিতরণ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, মে ৪, ২০১৭
জবি আইটি সোসাইটির সনদপত্র বিতরণ জবি আইটি সোসাইটির সনদপত্র বিতরণ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইটি সোসাইটির সনদপত্র বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃস্পতিবার (০৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাস রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির মেন্টর এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দীপিকা রানী সরকার।

এ সময় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মে ০৪, ২০১৭
ডিআর/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।