ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

মতিঝিল আইডিয়ালে জিপিএ বেশি, পাস শতভাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, মে ৪, ২০১৭
মতিঝিল আইডিয়ালে জিপিএ বেশি, পাস শতভাগ মতিঝিল আইডিয়ালে শতভাগ পাস/ছবি: রানা

ঢাকা: রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ অর্জন করেছে ১ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (০৪ মে) স্কুল প্রাঙ্গণে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী এ তথ্য জানা যায়।

এ স্কুলে মোট ১ হাজার ৫১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছে।

মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৭১ জন, এ গ্রেড পেয়েছে ১৩৯ জন এবং এ- পেয়েছে ১ জন শিক্ষার্থী।

‘‘শতভাগ পাসের পেছনে আমাদের শিক্ষক-অভিভাবকদের ভূমিকা বেশি ছিল বলে অর্জন সম্ভব হয়েছে,’’ বলেন প্রিন্সিপাল ড. শাহিন আরা বেগম।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এএম/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।