ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ঝিনাইদহ ক্যাডেট কলেজে সবাই জিপিএ-৫ পেয়েছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মে ৪, ২০১৭
ঝিনাইদহ ক্যাডেট কলেজে সবাই জিপিএ-৫ পেয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজে সবাই জিপিএ-৫ পেয়েছে-ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: প্রতিবছরের মতো এবারও এসএসসি পরীক্ষায় ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

যশোর শিক্ষা বোর্ডের অধীন এ কলেজ থেকে ৫২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তারা সবাই বিজ্ঞান বিভাগের ছাত্র।

শিক্ষার্থীরা হলো- ক্যাডেট ফারহান, তালাল, সামনান, তুরাগ, তাজওয়ার, জাবেদ, রিফাত, হোসেন, আশিক, রায়াত, সৌমিক, আসিফ, সামিন, মারুফ, আহনাফ, রাকিব, হাসান, সিফাত, সালমান, তরিকুল, নাঈম, রাগীব, আসাদ, মুকিত, সরোয়ার, ওয়াহিদুর, সাকিব, আবরার, মেহেদী, ফাইয়াজ, তানিম, ফাহিম, মাহমুদ, যুবায়ের, উরফাত, হাসিব, সাজ্জাদ, ইমতিয়াজ, রাহাত, মইনুল, তামিম, আরাফাত, মেহরাব, তালুকদার, মনজুর, মুনতাসির, জামান, হৃদয়, তাহফিম, জামাল, জুনায়েদ ও ক্যাডেট মৃদুল।

ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল সাদীকুল বারী বাংলানিউজকে জানান, ছাত্রদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো করবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।