ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ভিকারুননিসায় পাশের হার ৯৯.৯৪ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, মে ৪, ২০১৭
ভিকারুননিসায় পাশের হার ৯৯.৯৪ শতাংশ এসএসসির ফল প্রকাশের পর ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থীদের উল্লাস/ছবি: দীপু মালাকার

ঢাকা: এসএসসি পরীক্ষায় এবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পাসের হার ৯৯.৯৪ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৩৬৮ জন।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে বাংলানিউজকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোছা. সুফিয়া খাতুন একথা জানান।

বাংলানিউজকে তিনি জানান, এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলো ১ হাজার ৫৯৬ জন।

আর পাস করেছে ১৫৯৫ জন। একজন অসুস্থ থাকায় পরীক্ষা দিতে পারেনি। বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিলো ১২৮২ জন। এর মধ্যে ইংরেজি রয়েছে ৮৭ জন শিক্ষার্থীর। মানবিক থেকে পরীক্ষা দিয়েছে ১৮ জন, আর ব্যবসায় বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে ২০৯ জন।

সুফিয়া খাতুন আরও জানান, ভিকারুননিসা ন‍ূন স্কুল অ্যান্ড কলেজ একটি ত্রিমুখী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন কালচারাল অনুষ্ঠানে অংশ গ্রহণ করে থাকে। এছাড়া এখানে বিজ্ঞান ক্লাব, মুক্তিযোদ্ধা ক্লাব ও কালচারাল ক্লাব আছে। যেখানেও শিক্ষার্থীরা ভালো করছে।

গতবারের চেয়ে এবারের রেজাল্টে খুশি বলেও বাংলানিউজকে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ৪, ২০১৭
এসজে/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।