ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শতভাগ পাস করা প্রতিষ্ঠান ২ হাজার ২৬৬টি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, মে ৪, ২০১৭
শতভাগ পাস করা প্রতিষ্ঠান ২ হাজার ২৬৬টি শতভাগ পাস করা প্রতিষ্ঠান ২ হাজার ২৬৬টি, (ছবি: ফাইল ছবি)

ঢাকা: মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষায় এবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ২৬৬টি। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে একজন ছাত্রও অকৃতকার্য হয়নি।

তবে এই ফল গত বছরের চেয়ে খারাপ। গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৪ হাজার ৭৩৪টি।

অর্থাৎ গত বছরের চেয়ে ২ হাজার ৪শ ৬৮টি কম। অথচ এ বছরের চেয়ে গত বছর শিক্ষা প্রতিষ্ঠান কম ছিল ২৫২টি।

বৃহস্পতিবার (০৪ মে) সকাল ১০টার দিকে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে এবারের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন।

এবার ১০ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১৭ লাখ ৮৬ হাজার, ৬১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।