ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

হবিগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৪০৩ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, মে ৪, ২০১৭
হবিগঞ্জে জিপিএ-৫ পেয়েছে ৪০৩ জন

হবিগঞ্জ: হবিগঞ্জে এবারের এসএসসি পরীক্ষায় ৪০৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ২১৯ ছেলে ও ১৮৪ জন মেয়ে রয়েছে।
 

সূত্রে জানা যায়, হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ২ শতাংশ। এর মধ্যে ছেলে ৭৫ দশমিক ২৯ ও মেয়ে ৭৬ দশমিক ৬১ শতাংশ পাস করেছে।

জেলায় এ বছর ১৮ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৯৪০ জন। ছেলে ৮ হাজার ১৭২ জনের মধ্যে ৬ হাজার ১৫৩ ও মেয়ে ১০ হাজার ১৬৬ জনের মধ্যে ৭ হাজার ৭৮৭ জন পাস করেছে।

২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এসএসসি পরীক্ষা শুরু হয়ে ২ মার্চ (বৃহস্পতিবার) শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।