ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ভোলায় পাসের হার ৭০ দশমিক ৫৮ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৫ ঘণ্টা, মে ৪, ২০১৭
ভোলায় পাসের হার ৭০ দশমিক ৫৮ শতাংশ

ভোলা: ভোলায় এসএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশদিক ৫৮ শতাংশ।

এ বছর জেলার ১৯১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় ১২ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ছিলো সাত হাজার ৪০ এবং ছাত্রী ছিলো পাঁচ হাজার ৭৫৭ জন।

বরিশাল শিক্ষা বোর্ডের কন্ট্রোলার মো. আনোয়ারুল আজিম বাংলানিউজকে জানান, এ বছর বরিশাল বিভাগে ভোলা জেলা পঞ্চম স্থানে রয়েছে। এছাড়া পাসের হারে জেলায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

এদিকে, ভোলার ছয়টি স্কুল শতভাগ পাস করেছে। এছাড়া ভোলার লালমোহন উপজেলার বালুর চর দালাল বাজার মাধ্যমিক থেকে কেউ পাস করেনি বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।