ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

সিলেট বোর্ডে পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, মে ৪, ২০১৭
সিলেট বোর্ডে পাসের হার ৮০ দশমিক ২৬ শতাংশ সিলেট বোর্ডের পাসের হার জানাচ্ছেন শিক্ষাবোর্ড সচিব

সিলেট: সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮০ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৬৬৩ শিক্ষার্থী। ছেলে ১৪শ’ ২৭ ও মেয়ে ১২শ’ ৩৬ জন।

  মোট পাস ৭৫ হাজার  ৩৭৪ জন।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বেলা ১১টায় নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষাবোর্ড সচিব মোস্তফা কামাল আহমেদ।  

তিনি বলেন, এবার সিলেট শিক্ষাবোর্ড থেকে পরীক্ষা দেয় ৯৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী। মোট পাস করে ৭৫ হাজার ৩৭৪ জন। ফেল করে ১৮ হাজার ৫৪১ জন।

গত ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২ মার্চ।  

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।