ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি সিনেটে নির্বাচন ২২ মে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, মে ৩, ২০১৭
ঢাবি সিনেটে নির্বাচন ২২ মে

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি (৩৫ জন) নির্বাচন সোমবার (২২ মে) অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নির্বাচন বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং দুপুর ১টা পর্যন্ত চলবে।

উপাচার্যের প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এ নির্বাচন পরিচালনা করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (এল) এবং (৩) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ নির্বাচনের নির্দেশনা দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ৪৮ (৪) ধারা অনুযায়ী সিনেটে সদস্য পদের জন্য অনুর্ধ্ব ৩৫ জন শিক্ষকের নাম প্রার্থীরূপে প্রস্তাব করা যাবে।

নির্বাচনের ভোটার তালিকার কপি এবং মনোনয়নপত্র সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের কাছে পাওয়া যাবে।

মনোনয়নপত্র ১১ মে (বৃহস্পতিবার) দুপুর ১টার মধ্যে বা তৎপূর্বে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নিকট পৌঁছাতে হবে। ১৪ মে ( রোববার) দুপুর ১টার মধ্যে কোনো প্রার্থী লিখিত পত্রের মাধ্যমে তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এসকেবি/এএটি/জেডএম              

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।