ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জয় বাংলা’ ভাস্কর্যের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মে ৩, ২০১৭
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জয় বাংলা’ ভাস্কর্যের উদ্বোধন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জয় বাংলা’ ভাস্কর্যের উদ্বোধন-ছবি: অনিক খান

কবি নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল থেকে: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মহান মুক্তিযুদ্ধের স্মারক ‘জয় বাংলা’ ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩ মে) সন্ধ্যায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এ ভাস্কর্যের উদ্বোধন করেন।

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক আপেল মাহমুদের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে নতুন প্রজন্মের যোগসূত্র স্থাপন করতে এ ভাস্কর্য নির্মাণ করা হয়।

এ বিষয়ে বাংলানিউজকে আপেল মাহমুদ জানান, প্রায় আড়াই বছর আগে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীদের নিয়েই তিনি এ ভাস্কর্য নির্মাণ কাজ শুরু করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখেই এ ভাস্কর্য মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এমএএএম/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।