ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মে ৩, ২০১৭
জবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ জবি ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ-ছবি: বাংলানিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৩ মে) দুপুরে সিএমএম কোর্টের সামনে বিক্ষোভ মিছিল করে তারা। পরে মিছিল নিয়ে রায়সাহেব বাজার মোড় অতিক্রম করে নয়াবাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে মিছিলে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক এম আর গণি মোস্তফা, সহ-সভাপতি আবদুল জলিল, খলিলুর রহমান খলিল, শফিকুল ইসলাম ইমন, এ ডি এম বাকির জুয়েল, বি এম আরিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কে এম শাখাওয়াত হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ০৩, ২০১৭
ডিআর/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।