ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

খাবার বন্ধ থাকায় বিএম কলেজে ছাত্রদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, মে ২, ২০১৭
খাবার বন্ধ থাকায় বিএম কলেজে ছাত্রদের বিক্ষোভ বরিশাল ব্রজমোহন কলেজ ছাত্রদের বিক্ষোভ

বরিশাল: তিনদিন খাবার সরবরাহ না থাকায় বিক্ষোভ করেছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ফজলুল হক হলের ছাত্ররা।

 

মঙ্গলবার (০২ মে) রাত সাড়ে ১০টার দিকে হলের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা।

হলের আবাসিক ছাত্র সাদমান জানান, হলের ডাইনিং এ ম্যানেজার নির্বাচন না হওয়ায় তিনদিন ধরে খাবার বন্ধ রয়েছে।

যার ফলে আবাসিকের ছাত্ররা সমস্যায় রয়েছে। তাই বাধ্য হয়েই বিক্ষোভ করতে হচ্ছে।

কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হলের সুপার বেল্লাল হোসেন জানান, মেস ম্যানেজার ইলেকশন নিয়ে একটু ঝামেলা হয়েছে। একগ্রুপ নির্বাচনের পক্ষে এবং অপরগ্রুপ বিপক্ষে থাকায় এ ঝামেলার উৎপত্তি। তবে পরিস্থিতই স্বাভাবিকই রয়েছে।

কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার আবু তাহের জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমএস/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।