ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

শেরে বাংলা স্মৃতি বৃত্তির ফল প্রকাশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
শেরে বাংলা স্মৃতি বৃত্তির ফল প্রকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়: বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা পরিচালিত শেরে বাংলা স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০১৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে সংস্থার সভাপতি মোহাম্মদ ইসমাইল আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। ফলাফল সংস্থার ওয়েবসাইট www.bbks.org.bd- এ পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৃত্তি পরীক্ষার আহ্বায়ক ড. এম. কামাল উদ্দীন জসিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকিয়া পারভীন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি এম এম জসিম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় ঢাকা শহরের ১৬টি ও বরিশাল বিভাগের ২৪টি কেন্দ্রে প্রায় ৮ হাজার শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৩ ক্যাটাগরির ট্যালেন্টপুলে ১০২ জন ও সাধারণ গ্রেডে ঢাকায় ২১৪ জন ও বরিশালে ২০৪ জন, সর্বমোট ৫২০ জন বৃত্তির জন্য নির্বাচিত হয়।

ট্যালেন্টপুলের ১০২ জনের মধ্যে সম্মিলিত ট্যালেন্টপুলে ৩৫ জন, ঢাকা ট্যালেন্টপুলে ৩৫ জন ও বরিশাল ট্যালেন্টপুলে ৩৬ জন রয়েছে।
 
পরবর্তীতে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনার মাধ্যমে নগদ অর্থ, ক্রেস্ট, সনদ প্রদান করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৭
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।