ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাবিতে গ্রাজুয়েটদের জাতীয় সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
জাবিতে গ্রাজুয়েটদের জাতীয় সম্মেলন জাবিতে গ্রাজুয়েটদের জাতীয় সম্মেলন-ছবি-বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের নিয়ে প্রথমবারের মতো গ্রাজুয়েট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বায়োটেকনোলজি গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এ সম্মেলনের আয়োজন করে।  

শুক্রবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, বায়োটেকনোলজির নবীন গ্রাজুয়েটরা জীবপ্রযুক্তির গবেষণায় সফলতা অর্জনের মাধ্যমে দেশকে দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

এরইমধ্যে সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। যার মাধ্যমে বায়োটেকনোলজির গ্রাজুয়েটরা দেশে সবুজ বিপ্লব ঘটাতে পারবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক মো. সলিমুল্লাহ, বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক শাহেদুর রহমান, জীবপ্রযুক্তির গবেষক ড. আবেদ চৌধুরী প্রমুখ।

সম্মেলনে গ্রাজুয়েটরা নতুন নতুন ধারণা তুলে ধরেন। এত প্রায় দুই শতাধিক গ্রাজুয়েট অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৭
আরআর/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।