ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ঢাবি শিক্ষককে সাময়িক বহিষ্কার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ঢাবি শিক্ষককে সাময়িক বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়: দীর্ঘদিন ধরে চাকরিতে অনুপস্থিত থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক সহকারী অধ্যাপককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বাংলানিউজকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষক হলেন সহকারী অধ্যাপক আজহার জাফর শাহ।

এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন উপ-উপাচার্য।

একই সভায় বিশ্ববিদ্যালয়ের শিল্পকলার ইতিহাস বিভাগের দুইজন সহকারী অধ্যাপক ও দুইজন প্রভাষক নিয়োগের সুপারিশ গ্রহণ করেছে সিন্ডিকেট।

অধ্যাপক ড. আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, চারুকলার শিক্ষক নিয়োগের বিষয়ে সিলেকশান কমিটির সুপারিশ সিন্ডিকেট গ্রহণ করেছে।

এদিকে এ শিক্ষক নিয়োগে কোন ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ না করে তাদের নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

বিভাগ সূত্রে জানা যায়, শিল্পকলার ইতিহাস বিভাগে গত বছর দুই সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। সাধারণভাবে প্রভাষক থেকে দুইজন সেই আবেদন করায় বিভাগে দুটি প্রভাষক পদ শূন্য হয়। তবে নিজেদের আস্থাভাজনদের নিয়োগ দিতে সিলেকশন বোর্ড কোনো প্রকার বিজ্ঞপ্তি ছাড়া দুই জনকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়ার সুপারিশ করে।

বিষয়টি নিয়ে অনাস্থা প্রকাশ করেছেন বলে জানা গেছে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। তাই দীর্ঘদিন যাবৎ ওই নিয়োগ আটকে থাকে। তবে বুধবারের সিন্ডিকেট সেটি গ্রহণ করে।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, ‌এপ্রিল ২৭, ২০১৭
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।