ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয় শিক্ষা সপ্তাহে লক্ষ্মীপুরে পুরস্কার বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
জাতীয় শিক্ষা সপ্তাহে লক্ষ্মীপুরে পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে সেরা শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা-প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসা সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান।


 
বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যাহ ও টুমচর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী।

এতে সঞ্চালনা করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুবে এলাহি।
 
অনুষ্ঠানে লক্ষ্মীপুর সদর উপজেলার সেরা মেধাবী শিক্ষার্থী, শিক্ষক, স্কাউট, বিএনসিসি, রোভার ও শিক্ষা-প্রতিষ্ঠানসহ ৫৬ জনকে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।