ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নতুন কমিটি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
বাকৃবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নতুন কমিটি সৌরভ দাস ও ইসরাত জাহান শাপলা

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার ২১তম কাউন্সিলের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে সৌরভ দাস ও সাধারণ সম্পাদক হিসেবে ইসরাত জাহান শাপলা নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি সৌরভ দাস এ তথ্য জানান।

এসময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সদ্য বিদায়ী সভাপতি সিফাত হোসাইন জয়া উপস্থিত ছিলেন।

১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ সভাপতি হিসেবে সুজন রায়, সহ সম্পাদক হিসেবে আশিকুর রহমান পুলক, সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রবাল রায় প্রান্ত, দপ্তর সম্পাদক হিসেবে ইব্রাহিম খলিল, অর্থ সম্পাদক হিসেবে সুমাইয়া বিনতে আয়েশা, বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে ফয়েজ আহমেদ, পাঠাগার সম্পাদক হিসেবে কৃষ্ণা রায়, স্কুল বিষয়ক সম্পাদক হিসেবে রাকিব আহমেদ, প্রচার প্রকাশনা সম্পাদক হিসেবে অনিমেষ ভট্টাচার্য, সদস্য হিসেবে সিফাত হোসাইন জয়া, বিলকিস আরা, সুমাইয়া আফরোজ সুমি ও হরিদাস বিশ্বাস নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।