ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

বর্ষবরণে স্বেচ্ছাসেবকের কাজ করবে ঢাবি ছাত্র ইউনিয়ন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
বর্ষবরণে স্বেচ্ছাসেবকের কাজ করবে ঢাবি ছাত্র ইউনিয়ন ছাত্র ইউনিয়নের সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়: অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শতাধিক সদস্যের স্বেচ্ছাসেবক টিম থাকবে ছাত্র ইউনিয়নের।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জিলানী শুভের সভাপতিত্বে লিখিত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লিটন নন্দী।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ-সভাপতি সুমন সেন গুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তুহিন কান্তি দাস প্রমুখ।

লিটন নন্দী বলেন, বর্ষবরণে ছাত্র ইউনিয়নের দশটি গ্রুপ থাকবে। এর মধ্যে তিনটি রমনা বটমূলে অবস্থান করবে। বাকিরা দায়িত্ব পালন করবে ক্যাম্পাসে।

বৈশাখের অনুষ্ঠানের সময় নির্দিষ্ট করে দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, উৎসবের স্বাভাবিকত্ব নষ্ট করে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর স্বার্থ চরিতার্থ করার পথে না হেঁটে উৎসবের স্বাভাবিকত্ব বজায় রাখতে হবে। পুলিশের দায়িত্ব হচ্ছে স্বাভাবিকত্ব বজায় রেখে উৎসবে আগতদের নিরাপত্তা নিশ্চিত করা।

নববর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের আঁকা পটচিত্র মবিল দিয়ে নষ্ট করার তীব্র নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এসকেবি/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।