ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

শিক্ষা

পিছিয়ে গেলো শেকৃবি ছাত্রলীগের সম্মেলন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
পিছিয়ে গেলো শেকৃবি ছাত্রলীগের সম্মেলন

ঢাকা: কোনো ঘোষণা ছাড়াই পিছিয়ে গেলো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রলীগের মঙ্গলবারের (১১ এপ্রিল) নির্ধারিত সম্মেলন।

কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা বাংলানিউজকে এ তথ্য জানান।

সম্মেলন না হওয়ার কারণ জানতে চাইলে দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ‌‌‌শেকৃবি শাখা ছাত্রলীগ সম্মেলনের জন্য প্রস্তুতি সম্পন্ন করতে পারেনি।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে সম্মেলন না হওয়ার বিষয়ে কারণসহ সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হবে।

প্রায় সাড়ে ৩ বছর পর চলতি বছর ১৩ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগ শেকৃবিতে সম্মেলনের নির্দেশ দেয়। এরপর থেকেই পদপ্রত্যাশী নেতাকর্মীরা তৎপর হয়ে ওঠেন। নির্ধারিত সময়ে সম্মেলন না হওয়ায় পদপ্রত্যাশীরা তীব্র হতাশা ব্যক্ত করেছেন। দ্রুত সম্মেলনের নতুন তারিখ ঘোষণা দেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

জানা যায়, ২০১৩ সালের ১১ অক্টোবর নাজমুল হককে সভাপতি ও দেবাশীষ দাসকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এএটি/এএ

**শেকৃবিতে ত‍ৎপর ছাত্রলীগ নেতাকর্মীরা
**শেকৃবি ছাত্রলীগের সম্মেলন ১১ এপ্রিল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।