ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবি উপাচার্য ড. আব্দুস সাত্তারকে বিদায়ী সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
যবিপ্রবি উপাচার্য ড. আব্দুস সাত্তারকে বিদায়ী সংবর্ধনা বিদায়ী সংবর্ধনা, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

অধ্যাপক ড. আব্দুস সাত্তার ২০০৮ সালের ৭ এপ্রিল যবিপ্রবি উপাচার্য হিসেবে যোগ দেন। টানা দুই মেয়াদে দায়িত্বপালন শেষে বুধবার (০৫ এপ্রিল) ছিল তার শেষ কর্মদিবস।

ওইদিন আয়োজিত অনুষ্ঠানে দীর্ঘ আট বছর উপাচার্য থাকাকালীন নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান জাহিদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, প্রকৌশল অনুষদের ডিন ড. বিপ্লব কুমার বিশ্বাস, জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. ইকবাল কবীর জাহিদ, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. সাইবুর রহমান মোল্যা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়াউল আমিন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. নাসিম রেজা, ড. ওয়াজেদ আলী মিয়া, অ্যাডভান্স স্টাডিজ ও রিসার্চ সেলের পরিচালক ড. এম আলাউদ্দিন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এস ভৌমিক, পিএমই বিভাগের চেয়ারম্যান ড. তোফায়েল আহম্মেদ, এফএমবি বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত মন্ডল, একই বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
ইউজি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।