ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

সিলেটে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ৫৮৩, বহিষ্কার ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
সিলেটে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ৫৮৩, বহিষ্কার ১

সিলেট: এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিন মঙ্গলবার (০৪ এপ্রিল) সিলেট বোর্ডে ৫৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া একজনকে বহিষ্কার করা হয়েছে। এদিন বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম বাংলানিউজকে বলেন, দ্বিতীয় দিনে বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহিষ্কৃত পরীক্ষার্থী সিলেট এমসি কলেজের ছাত্র।

সিলেট মদন মোহন কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে নকল করার দায়ে তাকে বহিষ্কার করা হয়।

তিনি বলেন, রুটিন অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় যথাসময়ে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের সিলেট বোর্ডের ৭৭টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫৩ হাজার ৫০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৯২৩ জন অংশ নেয়।

এরআগে রোববার (০২ এপ্রিল) বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এনইউ/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।