ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

উচ্চ মাধ্যমিকে প্রথম দিন সিলেট বোর্ডে অনুপস্থিত ৫৪৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
উচ্চ মাধ্যমিকে প্রথম দিন সিলেট বোর্ডে অনুপস্থিত ৫৪৬ সিলেটে একটি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী- ছবি - আবু বকর

সিলেট: সিলেটে উচ্চ মাধ্যমিক প্রথম দিনের পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে দাবি করেছেন সংশ্লিষ্টরা। তবে প্রথম দিনের পরীক্ষায় কেউ বহিষ্কার না হলেও অনুপস্থিত ছিলেন ৫৪৬ জন। 

সিলেট শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মইনুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রথম দিনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র এবং বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের (ডিআইবিএস) পরীক্ষায় কেউ বহিষ্কার হননি। বহিষ্কার হননি কোনো কেন্দ্র পরিদর্শকও।

 

তিনি বলেন, রোববার (০২ এপ্রিল) সকাল ১০টায় যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সিলেট বোর্ডের ৭৭টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫৩ হাজার ৫০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৯৬০ জন অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।