ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

না’গঞ্জে এইচএসসি ও সমমানে পরীক্ষার্থী ১৯ হাজার ৭০০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
না’গঞ্জে এইচএসসি ও সমমানে পরীক্ষার্থী ১৯ হাজার ৭০০

নারায়ণগঞ্জ: চলতি বছর নারায়ণগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ১৯ হাজার ৭০০ জন। ২০১৭-তে আলিম ও কারিগরিতে পরীক্ষার্থী বাড়লেও এইচএসসিতে কমেছে।

রোববার (০২ এপ্রিল) শুরু হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে।

জেলা প্রশাসনের শিক্ষা শাখার কর্মকর্তা নাসরীন আক্তার জানান, এবছর এইচএসসিতে ১৮ হাজার ৪ জন, আলিমে ১ হাজার ১৫ জন ও কারিগরিতে (ভোকেশনাল) ৬৮১ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে।

২০১৬ সালে ১৩টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ৮৬৭ জন। এ বছর এইচএসসিতে পরীক্ষার্থী ১৮ হাজার ৪ জন। আলিম পরীক্ষায় ৬টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৯৮৯ জন, এ বছর পরীক্ষার্থী ১০১৫ জন। কারিগরি (ভোকেশনাল) পরীক্ষায় ৪টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৫৬৪ জন, এ বছর পরীক্ষার্থী ৬৮১ জন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।