ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি-রবীন্দ্রভারতীর যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
ঢাবি-রবীন্দ্রভারতীর যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু ঢাবি-রবীন্দ্রভারতীর যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সম্মেলন কক্ষে দু’দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।  

অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।

ঢাবি সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লিনাতা বর্ষী খান তাপসীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. অসীম সরকার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক  ইন্দ্রাণী ঘোষ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক দেবাশীষ মন্ডল, সংগীত বিভাগের শিক্ষক অধ্যাপক কংকন মিত্র, অধ্যাপক ঋত্বিক ব্যানার্জি, অধ্যাপক পার্থ মুখোপাধ্যায় প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশ ও ভারত দু’দেশের যে সম্পর্ক তা শুধু ভাষার সম্পর্ক নয়, একটা চেতনার সম্পর্ক। মহান মুক্তিযুদ্ধে ভারতের অনেক সেনা নিহত হয়েছেন, তাদের ত্যাগের ফসল বাংলাদেশ।

তিনি বলেন, বাংলাদেশের  স্বাধীনতা যুদ্ধের কথা তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশে-বিদেশে যেভাবে আলোচনা করেছেন তা আমরা চিরদিন স্মরণ করবো।  

বুধবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের সম্মেলন কক্ষে সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে গত ১৬ ও ১৭ ডিসেম্বর রবীন্দ্রনাথের জন্মস্থান জোড়াসাঁকোতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ‘ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসব ২০১৬’। উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এই সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ২৩০৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৭
এসকেবি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।