ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তির ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তির ফল প্রকাশ

ঢাকা: বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ২০১৬ সালের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

শুক্রবার (২৪ মার্চ) অ্যাসোসিয়েশনের প্রশাসনিক কার্যালয়ে শিক্ষা সচিব ফারুক হোসেন ফলাফল ঘোষণা করেন। সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, ২০১৬ সালের ২০ ও ২১ ডিসেম্বর সারাদেশের ৭৪টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪২ হাজার ৪৬০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫ হাজার ৮১০ জন বৃত্তি পেয়েছে।  

যার মধ্যে ট্যালেন্টপুলে ১০০ জন, সাধারণ গ্রেডে ১ হাজার ৫২ জন ও বিশেষ গ্রেডে ১ হাজার ১৩৯ জন।

সংগঠনটি ১৯৮৫ সাল থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে।  

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৭ 
এমএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ