ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

খাগড়াছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
খাগড়াছড়িতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা খাগড়াছড়িতে ২০১৬ সালে জেএসসি-জেডিসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা-ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ২০১৬ সালে জেএসসি-জেডিসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা।

সনাকের খাগড়াছড়ি শাখার সভাপতি ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন- সুজনের খাগড়াছড়ি শাখার সভাপতি প্রফেসর ড. বোধিসত্ত্ব দেওয়ান ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাধান কুমার চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১ জন জেএসসি এবং একজন জেডিসি পরিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ