ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

বিশ্বব্যাংক প্রতিনিধিদলের জাতীয় বিশ্ববিদ্যালয় পরিদর্শন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
বিশ্বব্যাংক প্রতিনিধিদলের জাতীয় বিশ্ববিদ্যালয় পরিদর্শন

গাজীপুর: বাংলাদেশ সফররত বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল জাতীয় বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে। 

মঙ্গলবার (১৪ মার্চ) প্রতিনিধিদলে ছিলেন বিশেষজ্ঞ মি. কোন্ গেভেন, ব্যাংকের ঢাকার কনসালট্যান্ট আসহাবুর রহমানসহ কয়েকজন।  

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলটি কলেজ শিক্ষার উন্নয়নে একটি প্রকল্পের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুম, আইসিটি শাখা, শিক্ষক প্রশিক্ষণ কক্ষ, সিনেট হলসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

 

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ, উপ-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, কলেজ পরিদর্শক প্রফেসর ড. মো. শামসুদ্দীন ইলিয়াস, তথ্য প্রযুক্তি দফতরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের মো. ফয়জুল করিমসহ বিশ্ববিদ্যালয়ের অনেকে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৭
আরএস/আরআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।