ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ভাঙচুরের ঘটনায় জাবি-ঢাবি বাস চলাচল সাময়িক স্থগিত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
ভাঙচুরের ঘটনায় জাবি-ঢাবি বাস চলাচল সাময়িক স্থগিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধ্যে পাল্টাপাল্টি বাস ভাঙচুরের ঘটনায় সাময়িকভাবে বাস চলাচলা বন্ধ রেখেছে দুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

সোমবার (১৩ মার্চ) জাবি প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

বিষয়টি শিগগিরই মীমাংসা হবে। সাময়িকভাবে নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকা-আরিচা রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

গত শনিবার (১১ মার্চ) ঢাবির শিক্ষার্থীরা জাবির একটি বাস ভাঙচুর করে। এ খবর ছড়িয়ে পড়লে রাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাবির শিক্ষার্থীরা। পরে ঢাবির প্রক্টর জাবির প্রক্টরকে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে নেন।

কিন্তু রোববার সকালে জাবির কিছু শিক্ষার্থী ঢাবির হেমন্ত নামে একটি বাস ভাঙচুর চালায়। এ ঘটনায় পরে আবার ঢাবির শিক্ষার্থীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাখা জাবির দু’টি বাস ভাঙচুর করে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।