ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

দুর্নীতি না করার শপথ পাঁচ হাজার শিক্ষক-শিক্ষার্থীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
দুর্নীতি না করার শপথ পাঁচ হাজার শিক্ষক-শিক্ষার্থীর শপথ নিলেন শিক্ষক-শিক্ষার্থী। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় দুর্নীতিবিরোধী অনুষ্ঠানে দাঁড়িয়ে শপথ নিলেন প্রায় পাঁচ হাজার শিক্ষক-শিক্ষার্থী।

শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে দুর্নীতিবিরোধী নানা স্লোগান লেখা প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন, লাল ফিতা ও বেলুন নিয়ে উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।


 
এর আগে, উপজেলা মুক্তমঞ্চে প্রায় পাঁচ হাজার শিক্ষক-শিক্ষার্থী দুর্নীতি না করার শপথ গ্রহণ করেন। যাতে সততা ও স্বাধীনতার পাঠ পড়ানো হয়।

জেলা দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক নিমাই ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সরোয়ার জাহান, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, দুর্নীতি দমন কমিশন বগুড়ার সহকারী পরিচালক আতিকুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার, সহ-সভাপতি শাহজামাল সিরাজী, সাংবাদিক আইয়ুব আলী, সদস্য মাহবুবুল আলম হিরু, সুধীন্দ্র নাথ রায়, আনোয়ারা বেগম ও প্রতিভা রানী প্রমুখ।
 
কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, চিকিৎসক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমবিএইচ/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।