ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

গোবশেমুবিপ্রবি’ শিক্ষকের সাইবার ক্রাইম বিষয়ে পিএইচডি লাভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
গোবশেমুবিপ্রবি’ শিক্ষকের সাইবার ক্রাইম বিষয়ে পিএইচডি লাভ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. রাজিউর রহমান তার "Trends of Cyber Crimes in Bangladesh : Legal and Ethical Issues" অভিসন্দর্ভ এর জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

৬ মার্চ অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৩৩ নং সিন্ডিকেটে তিনি এ ডিগ্রি অর্জন করেন। তার এ গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মণ্ডল।

সভাপতি ছিলেন প্রফেসর ড. এম বদরুদ্দিন ও বিশেষজ্ঞ ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. মানিক চক্রবর্তী।

তিনি সৈয়দা ফাতেমা ও খোন্দকার মো. হামিদুর রহমানের একমাত্র ছেলে। ইতোপূর্বে তিনি ইংল্যান্ড থেকে ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর কোর্স সম্পন্ন করেন। দেশ-বিদেশের প্রখ্যাত জার্নালে তার একাধিক প্রকাশনা রয়েছে।

ভবিষ্যতে তিনি বাংলাদেশে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কাজ করতে চান বলেন জানান।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।