ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ব্র্যাকাথন সফটওয়্যার চ্যাম্পিয়নশিপে দেশসেরা শাবিপ্রবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
ব্র্যাকাথন সফটওয়্যার চ্যাম্পিয়নশিপে দেশসেরা শাবিপ্রবি বিজয়ী দলের সদস্যরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবিপ্রবি: ব্র্যাকাথন-২০১৭ সফটওয়্যার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। সোমবার (০৬ মার্চ) বিজয়ীদের মোট ৪ লাখ টাকার পুরস্কার দেওয়া হয়।

এর আগে রোববার (০৫ মার্চ) বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ফাইনালে চ্যাম্পিয়ন হয় শাবিপ্রবি।

সোমবার (০৬ মার্চ) সন্ধ্যায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বিজয়ী দলের সদস্যরা হলেন- তানভীর নিহাল, মুনতাসির হামিদ এবং মোস্তফা আবরার।

সাস্ট হেক্সাকোর টিম ম্যানেজার ও সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, প্রথমে এককভাবে আমাদের টিমকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। পরে আয়োজকরা ফাইনালে ইউআইটিএস’র কার্ডিনাল টিমের একটি ফিচার নেওয়ায় উভয়কে যৌথভাবে চ্যাম্পিয়ন বলা হয়েছে।

সাস্ট হেক্সাকোর টিম ম্যানেজার ও সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার থেকে মূলত প্রতিযোগিতা শুরু হয়, যার ফাইনাল অনুষ্ঠিত হয় রোববার। তবে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় সোমবার সন্ধ্যায়।

তিনি জানান, মোট ৭টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে চতুর্থ ক্যাটাগরির প্যারেন্টাল কেয়ারে ৭টি টিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চ্যাম্পিয়ন হয় শাবিপ্রবি।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭/আপডেট: ১২৪০ ঘণ্টা
ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।