ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

দ্বিতীয় মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন হারুন-অর-রশিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
দ্বিতীয় মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন হারুন-অর-রশিদ প্রফেসর ড. হারুন-অর-রশিদ, ছবি: সংগৃহীত

গাজীপুর: দ্বিতীয় মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে যোগদান করেছেন প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার (৬ মার্চ) রাতে এ তথ্য জানা যায়। সোমবার সকালে ২০১৭-২০২১ মেয়াদে তিনি ভিসি পদে ফের যোগ দেন।

এর আগে হারুন-অর-রশিদ ২০১৩-২০১৭ পর্যন্ত প্রথম মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ২০০৯-২০১২ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্যের দায়িত্ব পালন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিচালনা ও কাঙ্ক্ষিত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

বাংলাদেশ সময়: ০৫৫৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
আরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।