ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জারি গানে বিভাগীয় পর্যায়ে প্রথম হালুয়াঘাট মহিলা কলেজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
জারি গানে বিভাগীয় পর্যায়ে প্রথম হালুয়াঘাট মহিলা কলেজ জারিগান দলের সদস্যরা, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জারি গান প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান দখল করেছে হালুয়াঘাট আদর্শ মহিলা কলেজ দল।

কলেজটির এ সাফল্যে রোববার (৫ মার্চ) সকাল থেকেই কলেজটির শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় আর আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

জারিগান দলনেতা সাহিদা আক্তার ও তার দলের সদস্যরা হলেন- অন্তরা, মনিকা, সম্পা ও প্রিয়া।

ভবিষ্যতে তারা এমন সাফল্য ধরে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

কলেজের অধ্যক্ষ আবু আব্দুল্লাহ হোসেন খান বলেন, কলেজের শিক্ষার্থীরা অনন্য গৌরব বয়ে এনেছে। ভবিষ্যতেও তাদের এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
এমএএএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।