ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

রাবিতে ২ দিনব্যাপী ‘জব ফেয়ার’ শুরু

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
রাবিতে ২ দিনব্যাপী ‘জব ফেয়ার’ শুরু রাবিতে ২ দিনব্যাপী ‘জব ফেয়ার’ শুরু-ছবি: বাংলানিউজ

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যপী ‘চতুর্থ আরইউসিসি জব ফেয়ার-২০১৭’ শুরু হয়েছে।

শনিবার (০৪ মার্চ) সকাল ১০টার দিকে রাবি ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দিন।

রাবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি কাজী মাহামুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ্ আজম শান্তনু, হিসাববিজ্ঞান ও তথ্য-ব্যবস্থা বিভাগের প্রভাষক মো. ইমরান হোসেন প্রমুখ।

মেলায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, প্রাণ-আরএফএল গ্রুপ, সজীব গ্রুপ, এসিসিএ বাংলাদেশ, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক, লোটো, ওরাকল বিসিএসসহ প্রায় ২০টির মতো প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলায় রাবির শিক্ষার্থীরা অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর স্টলে জীবন বৃত্তান্ত জমার পরে চাকরির আবেদন করতে পারবেন। যোগ্যতা বিবেচনা করে প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে তাদের মধ্য থেকে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীকে চাকরির সুযোগ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।