ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

মানসম্পন্ন শিক্ষার ওপর জোর দিলেন নারায়ণ চন্দ্র

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৭
মানসম্পন্ন শিক্ষার ওপর জোর দিলেন নারায়ণ চন্দ্র বক্তৃতা করছেন প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: শিক্ষাক্ষেত্রে ব্যাপক সাফল্য এলেও শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে বলে উল্লেখ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি স্তরে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে, ব্যাপক সাফল্যও এসেছে। কিন্তু শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে। সেজন্য আমাদের কোয়ালিটি এডুকেশনে জোর দিতে হবে। 

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের দুই দশকপূর্তি উপলক্ষে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিন শুক্রবার (৩ মার্চ) দুপুরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন প্রতিমন্ত্রী।
 
খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকার্যক্রমের শুরু থেকে যেভাবে সুনামের সঙ্গে শিক্ষার গুণগতমান বজায় রাখতে সক্ষম হয়েছে তাতে সন্তোষ প্রকাশ করে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান নারায়ণ চন্দ্র চন্দ।

তিনি এসময় উপাচার্য, শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।  

এই বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা এখনও সরকারি পরিবেশ দপ্তর বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগ পাচ্ছে না অথবা ক্যাডার সার্ভিসে পরিবেশবিদ পদ সৃষ্টি হয়নি জানতে পেরে প্রতিমন্ত্রী বিষয়টি যথাযথ ফোরামে তুলে ধরার আশ্বাস দেন। একইসঙ্গে এ সমস্যা সমাধানে তিনি ব্যক্তিগত প্রচেষ্টা চালাবেন বলেও জানান।  

খুবির পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেওয়া হচ্ছে প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে।  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমবক্তব্যের শুরুতে মহান স্বাধীনতার মাস মার্চের স্মৃতিচারণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নারায়ণ চন্দ্র চন্দ।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. কাজী জাহাঙ্গীর হোসেন। আর ধন্যবাদ জ্ঞাপন করেন ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. এম রকীব উদ্দিন।  

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, প্রাক্তন গ্রাজুয়েট ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
এমআরএম/আরআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।