ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

খুবির পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের দুই দশকপূর্তিতে শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৭
খুবির পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের দুই দশকপূর্তিতে শোভাযাত্রা খুবির পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের দুই দশকপূর্তিতে শোভাযাত্রা-ছবি-বাংলানিউজ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের দুই দশকপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী উৎসব শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০২ মার্চ) ‘এক্সপ্লোর ন্যাচার কিপ রিদম‘ শীর্ষক স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়।

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার উদ্বোধন করেন।

যা শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবন হয়ে কটকা স্মৃতিস্তম্ভ মোড় ঘুরে অপরাজিতা হল হয়ে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।  

এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. কাজী জাহাঙ্গীর হোসেন, উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরীসহ ডিসিপ্লিনের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

উপাচার্য উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, সারাবিশ্বে সিএফসি (ক্লোরো ফ্লোরো কার্বন) গ্যাসের নিঃসরণ ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে নানা ক্ষতির শিকার হচ্ছি আমরা। জলবায়ুগত পরিবর্তনে আমরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তাই সবাইকে পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে।

খুবির পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন দেশে পরিবেশ শিক্ষা ও গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করছে বলে তিনি উল্লেখ করেন।  

১৯৯৭ সালে দেশে সর্বপ্রথম খুলনা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন চালু হয়। গত ২০ বছরে এ ডিসিপ্লিন থেকে ৬ শতাধিক গ্রাজুয়েট বের হয়ে দেশ-বিদেশে নানা পেশায় নিয়েজিত। দুদশক পূর্তিতে তারা একত্রিত হয়ে নিজেদের স্মৃতিচারণসহ নানা অভিজ্ঞতা বিনিময় করছেন। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সমাপনী দিনে সকাল ১০টায় মুক্তমঞ্চে আলোচনা, বিকেল ৩টায় স্মৃতিচারণ অনুষ্ঠান ও সন্ধ্যায় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৭
এমআরএম/আরআর/আইএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।