ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জবিতে শিক্ষার্থীদের উপর হামলাকারী সম্রাট বহিষ্কার

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
জবিতে শিক্ষার্থীদের উপর হামলাকারী সম্রাট বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীদের আউটডোর (ব্যবহারিক) পরীক্ষা চলাকালে হামলাকারী জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত মোটরসাইকেল চালক ও ছাত্রলীগকর্মী সম্রাটকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে জবি উপাচার্য ড. মীজানুর রহমান ও প্রক্টর সহযোগী অধ্যাপক ড. নুর মোহাম্মদ বাংলানিউজকে তথ্য নিশ্চিত করেছে।

উপাচার্য বলেন, চারুকলা বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বহিষ্কার করেছি।

তদন্ত কমিটির রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে জবি প্রক্টর বাংলানিউজকে বলেন, আমরা প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পেয়ে এবং পরীক্ষারত শিক্ষার্থীদের উপর হামলা চালানোর কারণে সম্রাট নামের ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছি।  

তবে হামলাকারী ৮/১০ জন হলেও শুধুমাত্র একজনকে বহিষ্কার করায় চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছেন। তাদের দাবি, শুধু একজনকে নয় হামলাকারী সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।  

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সম্রাট তার দলবল নিয়ে চারুকলা বিভাগের পরীক্ষারত শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে শিক্ষার্থীসহ অন্তত ১৪ জন আহত হন। এরপর চারুকলা বিভাগের শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে জবি প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
ডিআর/জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।