ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

ত্রিশালে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মো. মশিউর রহমানকে আহ্বায়ক এবং মো. মোজাম্মেল হক ও মো. নূরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি সংবাদ মাধ্যমে জানানো হয়।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটির অনুমোদন দেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, আব্দুল কদ্দুছ, ফজলুল হক, মজিবুর রহমান, সেলিনা আক্তার, হাছেন আলী ও আরিফ রব্বানী।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এমএএএম/আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।