ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

শিক্ষা

জাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ৯ মার্চ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
জাবির প্রথম বর্ষের ক্লাস শুরু ৯ মার্চ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ৯ মার্চ থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ৯ মার্চ থেকে প্রথম বর্ষের (৪৬ তম ব্যাচ) শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

ইতোমধ্যে আমরা মেধা তালিকায় ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছি। এক সপ্তাহের মধ্যে কোটায় ভর্তিও সম্পন্ন করা হবে।

এ বছর ২ হাজার ৩০টি আসনে শিক্ষার্থীদের ভর্তি করানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।